Advertisement

Responsive Advertisement

বিয়ের পর পুরুষের স্বাস্থ্য মোটা হয়ে যায় কেন?

 



বিয়ের পর নারীর স্বাস্থ্য মোটা হয়.পুরুষের নয়.পুরুষের স্বাস্থ্য মোটা হয় টেবিলে বসে কাজ করার কারনে.কাজ,কাম সব টেবিল নির্ভর.নাই হাটা চলা বা কোন কায়িক শ্রম.এমন অবস্থা যদি হয় তবে পুরুষ মোটা হবে আশা করি.বিবাহের সাথে নারীর মোটা হবার সম্পর্ক রয়েছে.

শুধু ঘরে বসে কাজ করে একারনে নারী মোটা হবে তা সঠিক নয়.মিলনের কারনে নারীর দেহের আকার বাড়ে.বিশেষ করে মাজার হাড্ডি চওড়া হয়.যা কম বেশি দেহকে মোটাও করে.

তবে মোটা হবার সাথে এছাড়া আদতে বিবাহের কোন সম্পর্ক নাই.সম্পূর্ন কাজের উপর নির্ভর করে দেহের চর্বির পরিমাণ.যারা কায়িক শ্রম করে তারা কি মোটা দেখেছেন কখনো?অথচ তারা নারী,পুরুষ উভয়েই বিবাহ করেছে বিশ বছর বয়সের আগে.আজ পাচ বছর ধরে সংসার করা কায়িক শ্রমের পরিবার দেখবেন মোটেই মোটা না.

বিবাহ মানুষকে মোটা করে ডাহা মিথ্যা কথা.একটুও সত্যি না.শুধু মাত্র নারীর হিপ সাইজ বা ব্রেস্ট সাইজ বড়ো হবার মতো ব্যাপার মিলনের সাথে সম্পর্ক যুক্ত.পুরুষেরতো টেস্টোস্টেরন.তাও আবার দেহের আকার বজায় রাখতে সাহায্য করে.কাজেই আপনি যা জানেন তা সম্পূর্নই কাজের সাথে সম্পর্কযুক্ত.বিবাহের সাথে নয়.

Post a Comment

0 Comments